সরকারের উপর ক্ষোভ উগড়ে দিল বৃহন্নলারা
শিবশঙ্কর চট্টোপাধ্যায়ঃ দক্ষিন দিনাজপুরঃ করোনা আবোহে দিশেহারা দক্ষিন দিনাজপুরের বালুরঘাট সৃজনী পাড়ার বৃহন্নলারা। এলাকায় প্রায় ৫০ জন বৃহন্নলার বাস করেন। লকডাউনের জেরে তাদের কোনো উপার্জন নেই বলে জানানো হয়।
বর্তমানে লকডাউনের জেরে বৃহন্নলাদের রুজি-রোজগার একেবারারেই নেই। প্রায় একবেলা কোনো রকমে আহার জোটে। ভোটের সময় বিভিন্ন রাজনৈতিক দল নানা প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ভোট পর্ব মিটে যাবার পর আর বৃহন্নলাদের দিকে কেউ ফিরেও তাকাচ্ছে না। এমনকি শারিরীক ভাবে অসুস্থ হয়ে পড়লেও চিকিৎসার সুব্যবস্থা পাচ্ছে না বলে অভিযোগ উঠছে।
বৃহন্নলাদের দাবী, “এই লকডাউনের কঠিন সময় সরকার তাদের পাশে থাকুক এইটাই একমাত্র দাবী”।
এখন দেখার বিষয় লকডাউনের মধ্যে ও লকডাউনের পর সরকার এই বৃহন্নলাদের উপর কতটা নজর দেন।