ব্যুরো নিউজঃ চীনঃ এ যেন এক সিনেমার পর্দায় দেখা গল্প কাহিনী। যা বাস্তবে এক নির্মম সত্যিতে পরিণত হয়।
এবার চীনের বেজিং এ একজন পিতা তার নিজের প্রেমিকার মনের ইচ্ছা পূরণ করার জন্য নিজের ২ বছরের ছেলেকে বিক্রি করে দিলেন। কারণ শিশুকে বিক্রি করার অর্থ দিয়ে বান্ধবীর গোটা দেশ ভ্রমণের ইচ্ছা পূরণ হবে।
Sponsored Ads
Display Your Ads Hereসূত্রের খবর অনুযায়ী জানা গেছে, স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর চিনের সি নামের একজন ব্যক্তি তার নিজের দুই সন্তানের দায়িত্ব নেন। এরপর বেশ কয়েক বছর পর সি দুই সন্তানকে বড়ো করার পাশাপাশি ফের নতুন করে সম্পর্কে জড়িয়ে পড়েন। তারপর তার কাছে প্রেমিকা জানায় যে তার পুরো দেশ ঘোরার ইচ্ছা। এরপরই সি নিজের ছেলেকে বিক্রি করে দেওয়ার মতো চরম সিদ্ধান্ত গ্রহণ করেন।
নিজের ছেলেকে বিক্রি করে অর্থ হাতে পেয়ে সি তার প্রেমিকাকে নিয়ে ভ্রমণে বেরিয়ে পড়েন। কিন্তু বেশ কয়েকদিন তার সঙ্গে কোথাও ছেলেকে দেখতে না পেয়ে আত্মীয়দের সন্দেহ হয়। ফলে সি এর ছেলের খোঁজ করতেই জানা যায় যে সে তার ছেলেকে বিক্রি করে দিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Hereএই চাঞ্চল্যকর ঘটনাটি খবর পেয়ে পুলিশ সি এর ছেলের সন্ধান শুরু করতেই শিশুটিকে উদ্ধার করা হয়। তবে সি তার বান্ধবীর শখ পূরণ করার জন্য যা করলেন তা অত্যন্ত নিন্দনীয় ঘটনা।