নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গায় সিবিআই ভোট পরবর্তী হিংসার তদন্ত চালাচ্ছে। গতকালই তদন্তকারীরা নন্দীগ্রাম ও খেজুরিতে গিয়ে কয়েকটি পরিবারের সাথে কথা বলেছে। এর মাঝেই খেজুরিতে সন্ত্রাসের ঘটনা ঘটলো।
জানা গেছে, খেজুরি এক নম্বর ব্লকের হেঁড়িয়া গ্রাম পঞ্চায়েতের তেত্রিশ নম্বর মোহাটি বেনিপুর বুথ এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের বাড়িতে হামলা চালিয়েছে। বাড়ি ভাঙচুর করেছে। সারারাত এলাকায় বোমাবাজি চালিয়েছে।
স্থানীয়দের দাবী, বিজেপি কর্মীদের বাড়িতে ঢুকে ভাঙচুর করার পাশাপাশি তাদের পরিবারের লোকজনদের মারধর করা হয়েছে। কয়েকটি বাড়িতে লুঠপাটের ঘটনাও ঘটেছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তিন জনকে গ্রেপ্তার করেছে। পরে আরো তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে পুলিশের দাবী, ধৃতেরা সকলেই দুষ্কৃতী। এদের কোনো রাজনৈতিক পরিচয় নেই।
কিন্তু স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবী, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রাজ্যের জেলায় জেলায় ঘুরে ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্ত করছে। এর মধ্যেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অশান্তি ছড়াবার জন্য তাণ্ডব শুরু করেছে।
কাঁথি বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী জানান, “ভোটের ফলাফল বের হতেই তৃণমূল বিজেপি কর্মীদের ওপর ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে। বিজেপি কর্মীদের বাড়ি ছাড়া করছে। এমনকি মারধরও করছে”।
খেজুরির তৃণমূল নেতা পার্থপ্রতিম দাস অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছেন, “এটা কোনও রাজনৈতিক হিংসার ঘটনা নয়। বিজেপি বিনা কারণে এই ঘটনাকে রাজনৈতিক রঙ লাগাবার চেষ্টা করছে। এলাকার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে মাছ ধরাকে কেন্দ্র করে বিবাদ সংঘর্ষের আকার ধারণ করে”।