ব্যুরো নিউজঃ মুম্বইঃ আজ সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বিগ বস ১৩-র বিজয়ী তথা বলিউড অভিনেতা সিদ্ধার্থ শুক্ল। খাতরো কে খিলাড়ির সপ্তম সিজনও জয়ী ছিলেন। সিদ্ধার্থ শুক্লর মৃত্যুর খবরে বি-টাউনে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, গতকাল রাতেরবেলা একটি ওষুধ খেয়েছিলেন এরপর আর ঘুম ভাঙেনি। তারপর সকালবেলা পরিবারের সদস্যরা কোনো সাড়া শব্দ না পেয়ে দ্রুত মুম্বাইয়ের এক বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকেরা মৃত বলে ঘোষণা করেন।
Sponsored Ads
Display Your Ads Here
১৯৮০ সালের ১২ ই ডিসেম্বর সিদ্ধার্থ শুক্লর মুম্বইতে জন্ম হয়। বাবা অশোক শুক্লা মা রীতা শুক্লা। সেন্ট জেভিয়ার্সের প্রাক্তন ছাত্রের অভিনয়ের প্রতি ঝোঁক ছিলই। পরবর্তী কালে রচনা সংসদ স্কুল থেকে ইন্টিরিয়র ডিজাইনিংয়ের ওপর স্নাতক ডিগ্রি লাভ করেন। আর বরাবরই প্রথাগত পড়াশোনার বাইরে অন্য কিছু করার প্রতি আগ্রহ ছিল।
Sponsored Ads
Display Your Ads Here
মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন। কালার্স চ্যানেলে জনপ্রিয় ধারাবাহিক ‘বালিকা বধূ’তে অভিনয় করেছিলেন। সেই থেকেই জনপ্রিয়তা পান। এছাড়া ‘দিল সে দিল তকের’ মতো টেলিভিশন ধারাবাহিকেও অভিনয় করেছিলেন। ‘সাবধান ইন্ডিয়া’ ও ‘ইন্ডিয়াজ গট ট্যালেন্টের’ সঞ্চালক ছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here
তাছাড়া সিদ্ধার্থ শুক্ল আলিয়া ভাট এবং বরুণ ধাওয়ান অভিনীত জনপ্রিয় ছবি ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’তেও অভিনয় করতে দেখা গেছে। একতা কাপুরের শো ‘ব্রোকেন বাট বিউটিপুল ৩’ সিদ্ধার্থ শুক্লর শেষ কাজ। সিদ্ধার্থ শুক্লর এতো তাড়াতাড়ি চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না অনুরাগীরা।