নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ দশ দিন আগে মালদার হরিশ্চন্দ্রপুর থেকে তৃণমূল নেতা আবদুল বারেককে অপহরণ করা হয়। আর দশ দিন পর আবদুলের দেহ হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ মাটি খুঁড়ে উদ্ধার করেছেন।
প্রসঙ্গত, গত ১৪ ই মে আবদুল বারেক নামের ওই তৃণমূল নেতা হরিশ্চন্দ্রপুরের কাতলামারি গ্রামে নিজের বাড়ি থেকে অপহৃত হন। এই ঘটনায় তৃণমূল নেতা আবদুল বাসির সহ মোট ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। পুলিশ তদন্তে নেমে ভারত-নেপাল সীমান্ত থেকে বাসির সহ পাঁচ জনকে ভারত-নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করেন।
এরপর অভিযুক্তদের জেরা করে মৃতদেহের সন্ধান পেয়ে মৃতদেহকে হরিশ্চন্দ্রপুরে একটি জলাশয় থেকে উদ্ধার করা হয়। এর পাশাপাশি এই ঘটনায় জড়িত এক জন মহিলার খোঁজও শুরু করা হয়েছে। আজ অভিযুক্তদের আদালতে তোলা হবে।