নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ জাতীয় সড়কে ছিনতাই হওয়ার খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ অভিযান চালিয়ে সেই দলের কয়েক জনকে গ্রেফতার করেছে। ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতেরবেলা রামপুরহাট হাসপাতালের কাছে জাতীয় সড়কের ধারে কয়েক জন যুবক ছিনতাই করার উদ্দেশ্যে দাঁড়িয়েছিলেন। পুলিশ গোপন সূত্রে সেই খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চার জন যুবককে গ্রেফতার করেন। কিন্তু বেশ কয়েক জন পালিয়ে যান।
ধৃতদের কাছ থেকে একটি পাইপ গান ও এক রাউন্ড বুলেট উদ্ধার হয়েছে। ধৃতদের মধ্যে বাদশা শেখ নামে একজন বগটুইয়ের বাসিন্দা ছিলেন। আর বাদশার কাছেই ওই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার হয়েছে। ধৃতদের জেরা করে এই ঘটনার পিছনে কারা জড়িত তা জানার চেষ্টা চলছে।