অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ সকালবেলা কলকাতা পুরসভার অন্তর্গত রামলাল বাজার এলাকায় একটি জলাশয় থেকে পিঠে ব্যগ বাঁধা এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। যুবকের পিঠে বাঁধা ওই ব্যাগ থেকে শিলনোড়া পাওয়া গেছে।
জানা গিয়েছে, মৃত পূর্বাচল মেন রোডের বাসিন্দা মৈনাক জোতদার। বয়স ৩৭ বছর। একটি বেসরকারী সংস্থায় কর্মরত ছিলেন। করোনার কারণে দীর্ঘদিন ওয়ার্ক ফ্রম হোম করছিলেন। গতকাল আচমকাই উধাও হয়ে যান। দিনভর তল্লাশি চালিয়েও কোনো খোঁজ না পাওয়ায় গড়ফা থানায় নিখোঁজের ডায়েরি করা হয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here
পরিবারের অভিযোগের ভিত্তিতে গড়ফা থানার পুলিশ তল্লাশি শুরু করে। অতঃপর আজ মৈনাকের দেহটি উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ স্পষ্ট ভাবে জানা যাবে।
Sponsored Ads
Display Your Ads Here
পাশাপাশি মৃতের পরিবারের তরফ থেকে জানা গিয়েছে, মৈনাক চাকরী নিয়ে অবসাদে ভুগছিলেন। তাহলে কি সেই কারণেই আত্মহত্যার সিদ্ধান্ত? নাকি এই ঘটনার পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here