নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ চার দিন আগে বাবার কাছ থেকে পঞ্চাশ টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আর খোঁজ পাওয়া যায়নি মালদার হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের কড়িয়ালি এলাকার ২৪ বছর বয়সী শ্যাম সাহা নামে এক জন যুবকের। তবে গতকাল শ্যামের ক্ষত-বিক্ষত দেহ এলাকার একটি পুকুরে ভেসে উঠেছে।
পুলিশ এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরিবারের অভিযোগ, ‘‘শ্যাম আত্মহত্যা করেনি। কেউ বা কারা খুন করে পুকুরে ফেলে দিয়েছেন।’’ এরপর উপযুক্ত তদন্তের দাবী জানিয়ে হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ অভিযোগ পেয়ে যথাযথ তদন্ত শুরু করেছে।