নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ হুগলীর হিন্দমোটরের বন্ধ কারখানার চত্বরের একটি নর্দমা থেকে উদ্ধার ১ জন যুবকের মৃতদেহ। যাকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য তৈরী হয়।
স্থানীয় সূত্রে খবর, এদিন স্থানীয় কয়েক জন প্রাতঃভ্রমণে বেরিয়ে দেখতে পান, কারখানার একটি নিকাশি নালার মধ্যে এক যুবক পড়ে রয়েছে। এরপর ওই প্রত্যক্ষদর্শীরা উত্তরপাড়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। কিন্তু মৃতের পরিচয় জানা যায়নি। তবে জানার চেষ্টা চলছে। এছাড়া মৃত্যু কিভাবে হয়েছে তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। কিন্তু ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করে দিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
এলাকাবাসীদের অভিযোগ, ‘‘রাত বাড়লেই ওই বন্ধ কারখানা চত্বরে সমাজবিরোধীদের আনাগোনা বাড়ে। আর রাস্তায় আলোর ব্যবস্থা না থাকায় নানা অপকর্ম হয়। যদিও এই বিষয় পুলিশের অভিযোগও জানানো হলেও কোনো লাভ হয়নি।’’ হিন্দমোটরের বিজেপি নেতা তথা স্থানীয় বাসিন্দা পঙ্কজ রায়ের অভিযোগ, ‘‘প্রশাসন সতর্ক না হলে এখানে অসামাজিক কাজ বন্ধ হবে না। আর দ্রুত রাতেরবেলা এলাকায় পুলিশী টহলদারি বৃদ্ধি করা উচিত।’’
Sponsored Ads
Display Your Ads Here
অন্যদিকে, স্থানীয় তৃণমূল কাউন্সিলর ইন্দ্রজিৎ ঘোষও বলেন যে, ‘‘কয়েক মাস আগেই বেশ কয়েক’টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সন্ধ্যাবেলা হলেই হিন্দমোটর কারখানা এলাকা নেশাখোরদের দখলে চলে যায়। ফলে পুলিশকে আরো সক্রিয় হতে হবে।’’
Sponsored Ads
Display Your Ads Here