নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ গতকাল মধ্যরাতে মুর্শিদাবাদের সুতিতে মুরগীর খামারের মধ্যে গুলিবিদ্ধ হলেন ১ জন তৃণমূল কর্মী। মৃত ৫২ বছর বয়সী প্রবীর দাস জগতাই দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামী।
জানা গেছে, প্রবীরবাবু সারা দিনের কাজ সেরে নিজের মুরগীর খামারে বসে ছিলেন। কিন্তু মাঝরাতেরবেলা আচমকা এক জন লোক সেখানে গিয়ে উপস্থিত হয়ে তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালালে প্রবীরবাবু গুলিবিদ্ধ অবস্থায় খামারেই লুটিয়ে পড়েছিলেন। এরপর স্থানীয়রা গুলির শব্দে ছুটে এসে প্রবীরবাবুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
এদিকে আবার স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠান। আর এই খুনের নেপথ্যে ব্যক্তিগত বা ব্যবসায়িক শত্রুতা না কি রাজনৈতিক রোষ রয়েছে তা খতিয়ে দেখার পাশাপাশি দুষ্কৃতীর তল্লাশি চালানো হচ্ছে।