নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ আজ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। আর ঠিক এর আগের দিনেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল পূর্ব বর্ধমানের কাটোয়া থানার অন্তর্গত আউড়িয়া গ্রামের এক মাধ্যমিক পরীক্ষার্থী। মৃত পরীক্ষার্থীর নাম বিশাল চৌধুরী। বয়স ১৬ বছর। আউড়িয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাবার সঙ্গে সম্পর্ক না থাকায় বিশাল মা চন্দ্রিকার সাথে আউড়িয়া গ্রামে মামারবাড়িতে থাকত। গতকাল দোতলায় নিজের ঘরে বসে পড়ছিল। আচমকা এক শব্দ শুনে চন্দ্রিকা দেবী দোতলায় উঠে জানালা দিয়ে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে দরজা ভেঙে বিশালকে উদ্ধার করে।

- Sponsored -
তারপর তড়িঘড়ি বিশালকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরিবার সূত্রে জানা যায়, ‘‘ছোটো থেকে বিশাল পড়াশোনায় খুব ভাল ছিল। সবসময় পড়াশোনা করত। টেস্ট পরীক্ষায় ৬৮৫ নম্বর পেয়েছিল। কিন্তু টেস্টে ইতিহাসে ৮৫ নম্বর পাওয়ায় কয়েক দিন ধরেই ইতিহাস পরীক্ষা নিয়ে চিন্তা করছিল। বিশালেরর ভয় ছিল, ইতিহাসে মনের মতো নম্বর পাবে না।’’
তবে মেধাবী ছাত্র হয়েও এই ধরণের এক কঠিন পদক্ষেপ গ্রহণ করলো কিভাবে তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি এই ঘটনায় গোটা পরিবার সহ সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।