নিজস্ব সংবাদদাতাঃ পাঞ্জাবঃ পাঞ্জাবের বস্তি বাওয়া খেল খালের পাশ থেকে উদ্ধার অর্জুন পুরস্কারপ্রাপ্ত ভারোত্তোলক দলবীর সিংহের দেহ। মাথায় আঘাতের চিহ্নও ছিল। পথের ধারে মৃতদেহ দেখে তীব্র চাঞ্চল্য ছড়ায়। দলবীর সিংহ পাঞ্জাব পুলিশের এক জন ডিএসপি ছিলেন।
সূত্রের খবর, দলবীর সিংহের এক জন সহকর্মী তাকে একটি বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়েছিলেন। এক জন পথচারী দলবীর সিংহের মৃতদেহ রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশের কাছে খবর দেন। পুলিশ খবর পেয়ে পৌঁছে পরিচয়পত্র দেখে পরিচয় জানে। এরপর মৃতদেহ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান।
আপাতত এই ঘটনার নেপথ্যে কি কারণ আছে, আর কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে তা জানতে তদন্ত শুরু হয়েছে। প্রসঙ্গত, গত ১৬ ই ডিসেম্বর দলবীর সিংহের ওই এলাকায় কিছু মানুষের সঙ্গে ঝগড়া হওয়ায় গুলি চালিয়েছিলেন। তার পরেই এদিন মৃতদেহ উদ্ধার হয়।