নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ গতকাল হুগলীর শ্রীরামপুরে ওয়েলিংটনের একটি পাটকলে আচমকা আগুন লাগে। এই পাটকলে পাট থেকে সুতো তৈরী হত। এই অগ্নিকাণ্ডের জেরে এলাকাময় ব্যাপক হইচই শুরু হয়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শ্রমিকরা জানান, “কারখানায় কাজ চলাকালীন একটি মেশিনে কোনো ভাবে আগুন লেগে যায়। আর দাহ্য বস্তু থাকায় মুহূর্তের মধ্যে গোটা কারখানা আগুন ছড়িয়ে পড়ে। ফলে সবাই বাইরে বেরিয়ে আসেন। এরপর দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল কর্মীরা খবর পেয়ে চারটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায়। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে গেলে জলের অভাব তৈরী হয়।
ফলে দমকল কর্মীদের আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে কার্যত বেগ পেতে হয়। পাশাপাশি আরো তিনটি ইঞ্জিন আনা হয়। আর কারখানায় যেভাবে আগুন লেগেছে, তাতে ওই পাটকল নতুন ভাবে তৈরী করতে হবে।” এই অগ্নিকাণ্ডের জেরে বিশাল আর্থিক ক্ষয়-ক্ষতি হয়েছে। পুলিশও খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অগ্নিকাণ্ডের কারণ জানার চেষ্টা করছে।