রহস্যজনকভাবে ঘর থেকে উদ্ধার ১ বৃদ্ধের মৃতদেহ
রাজ খানঃ বর্ধমানঃ ঘরের ভিতর থেকেই বৃদ্ধের রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে বর্ধমানের রায়না থানার রায়না পোষ্টঅফিসপাড়া এলাকায় চাঞ্চল্য ছড়ালো। মৃতের নাম জীবনকানাই সেনগুপ্ত ওরফে রামু সেনগুপ্ত (৭৪)।
পুলিশসূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যায় জীবনকানাই সেনগুপ্ত বাড়িতে পক্ষাঘাতে আক্রান্ত স্ত্রীর পাশেই শুয়ে ছিলেন। পাশের ঘরে তার বৌদি ছিলেন। আচমকা একটা আওয়াজ শুনে তিনি ছুটে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় জীবনবাবু মেজেতে পড়ে আছেন। তখনই তিনি ওই ঘর থেকে দু’জনকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন। এরপরই তিনি প্রতিবেশীদের ডাকাডাকি শুরু করেন। খবর দেওয়া হয় রায়না থানায়।

- Sponsored -
তারপর রায়না থানার পুলিশ এসে জীবানবাবুকে উদ্ধার করে ব্লক হাসপাতালে পাঠালে তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আর দেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালের পুলিশমর্গে পাঠানো হয়েছে।
জানা যায়, সেদিন জীবনবাবু ফ্যামিলি পেনশনের টাকা তুলে আনেন। কিন্তু সেই টাকা অক্ষত অবস্থাতেই আছে। যদিও পুলিশ ওই ঘর থেকে একটি শাবল উদ্ধার করেছে।
পুলিশের প্রাথমিক অনুমান জীবনবাবুকে খুন করা হয়েছে। তবে এই ঘটনা সম্পত্তিগত কোনো কারণ নাকি এই খুনের পিছনে রয়েছে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।