ব্যুরো নিউজঃ পাকিস্তানঃ কান্দিল বালোচ খুনের ভয়াবহ স্মৃতি উসকে পাকিস্তানে রহস্যজনক ভাবে মৃত্যু হলো এক যুবতীর। পাকিস্তানের লাহোরের ডিফেন্স বি এলাকায় ২৯ বছর বয়সী নায়াব নাজিম নামে এক যুবতীর মৃতদেহ উদ্ধার হলো। জানা গেছে, নায়াব নাজিম পেশায় মডেল ছিলেন।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, শুক্রবার রাতে নায়াব নাজিম সৎ ভাই মহম্মদ আলি নিসারের সাথে গাড়িতে চেপে আইসক্রিম খেতে গুলবার্গ যান। পরে আলি ডিফেন্স এলাকায় নায়াব নাজিমের বাড়ির কাছে ছেড়ে দিয়ে যান।
এরপরে নায়াব নাজিম পরে ফোন করলে ফোন ধরতে না পারায় মহম্মদ আলি নিসার নায়াব নাজিমের বাড়ি গিয়ে দেখেন যে বাথরুমের জানালার ঝাঁঝরি ভাঙা। সেই জানালা দিয়েই বাড়ির ভিতরে ঢুকলে দেখা যায় টিভি লাউঞ্জে বোনের নগ্ন দেহ পড়ে আছে। এছাড়া ঘাড়ে ও শরীরে কয়েকটি দাগও রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Hereপ্রাথমিকভাবে পুলিশের অনুমান হত্যাকাণ্ডে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলা হয়েছে। নায়াব নাজিমের ভাই মহম্মদ আলি নিসারের অভিযোগের ভিত্তিতে পুলিশের তরফ থেকে এফআইআর রুজু করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Hereপ্রসঙ্গত ২০১৬ সালে মডেল কান্দিলকেও ভাই ওয়াসিম পাঞ্জাব প্রদেশের বাড়িতে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলেছিল।