নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ প্রতিদিনের মতো ৩৫ বছর বয়সী মেঘনাদ রায় সকালবেলা ১১ টা নাগাদ বাড়ি বাড়ি দুধ দিতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু প্রায় এক ঘণ্টা বাদে মুর্শিদাবাদের বহরমপুরের রিং রোড এলাকায় মেঘনাদের ক্ষত-বিক্ষত দেহ উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য শুরু হয়।
পুলিশ সূত্রে খবর, পেশায় দুধ ব্যবসায়ী মেঘনাদ বহরমপুর শহরে বাড়ি বাড়ি দুধ বিক্রি করতেন। সোমবার সকাল ১১টা নাগাদ ওই দুধ ব্যবসায়ী বাড়ি থেকে বেরিয়েছিলেন। এরপর ঘণ্টাখানেক বাদে বহরমপুর রিং রোডের পাশে মেঘনাদের ক্ষত-বিক্ষত দেখতে পেয়ে স্থানীয় কয়েক জন তার বাড়িতে খবর দেন। এমনকি বহরমপুর থানাতেও খবর দেওয়া হয়। এরপর পুলিশ ও পরিবারের সদস্যরা আসার পর মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মেঘনাদকে মৃত বলে ঘোষণা করেন।
Sponsored Ads
Display Your Ads Here
হাসপাতালের একটি সূত্রে খবর, মেঘনাদের শরীরে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে অস্ত্র দিয়ে গলার নালি কেটে খুন করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, পুরোনো কোনো শত্রুতার জেরে খুন করা হতে পারে। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। অন্যদিকে, মৃতের পরিবার এই ঘটনার অভিযোগ করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here