নিজস্ব সংবাদদাতাঃ হায়দ্রাবাদঃ আচমকা হায়দ্রাবাদের দম্মাইগুড়া জেলা পরিষদ হাইস্কুলের একটু দূর থেকে উদ্ধার হলো ওই স্কুলের চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর দেহ। আজ এই ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
সূত্র অনুযায়ী জানা গিয়েছে, গতকাল হঠাৎ করে ইন্দু নামে ওই ছাত্রী শ্রেণীকক্ষ থেকে উধাও হয়ে যাওয়ার পর বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরা খোঁজ শুরু করেন। বিদ্যালয়ের আশপাশেও খোঁজখবর করে পাওয়া যায়নি। পরিবারের দাবী, “ইন্দু বিদ্যালয়ে যাওয়ার পর আর ঘরে ফেরেনি। বিদ্যালয় থেকে জানানো হয়, শ্রেণীকক্ষে স্কুলব্যাগ পড়ে রয়েছে। কিন্তু তাকে কোথাও পাওয়া যাচ্ছে না।” এরপর পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়।
পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করলে বিদ্যালয়ের একটু দূরে জলাশয়ের কাছ থেকে ইন্দুর দেহ উদ্ধার করা হয়। তারপর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। আপাতত মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা থাকলেও ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ স্পষ্ট ভাবে বোঝা যাবে। যদিও ইতিমধ্যে পুলিশ বিদ্যালয় কর্তৃপক্ষ সহ ইন্দুর মা-বাবাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন।