চয়ন রায়ঃ কলকাতাঃ আজ বালেশ্বর থেকে রাজ্যে দুর্ঘটনাগ্রস্ত করমণ্ডল এক্সপ্রেসের চার জন যাত্রীর দেহ এসেছে। এদিন ৩টে ৪৫ মিনিট নাগাদ মৃতদেহগুলি সড়কপথে ওড়িশা থেকে রাজ্যের দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজায় এসে পৌঁছায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় দ্বিতীয় হুগলি সেতুতে শেষ শ্রদ্ধা জানান।
আর তাদের আত্মীয়দের সাথেও কথা বলেন। দুর্ঘটনায় নিহত এই রাজ্যের চার জন সকলেই দক্ষিণ চব্বিশ পরগণার বাসিন্দা। মৃতরা হলেন সাগরের বাসিন্দা স্বপ্না প্রামাণিক, কুলপির বাসিন্দা অনিমেষ মণ্ডল, বিষ্ণুপুরের বাসিন্দা বিশ্বনাথ চক্রবর্তী ও বারুইপুরের বাসিন্দা সৌরভ রায়।
Sponsored Ads
Display Your Ads Here
উল্লেখ্য, এদিন মমতা বন্দ্য়োপাধ্যায়ের তিন দিনের সফরে দার্জিলিং এ যাওয়ার কথা ছিল। কিন্তু নবান্নের তরফে ওই সফর বাতিল ঘোষণা করা হয়। তবে পূর্বপরিকল্পিত এই সফর বাতিল করার কারণ জানানো হয়নি। যদিও ওড়িশায় হওয়া দুর্ঘটনার পরিস্থিতির জন্যই দার্জিলিং সফর বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here