হোটেল থেকে উদ্ধার একই পরিবারের ৩ জনের মৃতদেহ
নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ আজ সকালে কলকাতার নিউ মার্কেটের কাছে একটি হোটেলের ঘর থেকে একই পরিবারের মা-বাবা ও ছেলে সহ তিন জনের দেহ উদ্ধার করা হয়।
জানা যায়, এই দম্পতি এবং তাদের ছেলে শিলিগুড়ির ৪০ নম্বর ওয়ার্ডের প্রণামী মন্দির রোডের বাসিন্দা। মৃতদের নাম সুশীলকুমার বনশাল (পিতা),চন্দাদেবী বনশাল (মা) এবং সুনিত কুমার বনশাল (ছেলে)। রবিবার তারা নিউ মার্কেটের কাছে রফি আহমেদ কিদওয়াই রোডের একটি হোটেলে এসে ওঠেন। আজ সকালে হোটেলের ম্যানেজার তাদের রুমের দরজায় ধাক্কা দিলেও দরজা না খোলায় হোটেল কর্তৃপক্ষের তরফে নিউ মার্কেট থানার পুলিশকে জানানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নিউমার্কেট থানার পুলিশ ঘটনাস্থলে এসে দরজা খুলে তাদের দেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই তিনজন কলকাতার হোটেলে এসে আত্মহত্যা করেছেন।
আর গতরাতে তারা যে হোটেলে ছিলেন ওই হোটেলের ঘরেই রুটি দিয়ে চানা মশলা খাওয়া দাওয়া করেন। পুলিশের সন্দেহ তাতেই তারা বিষ মিশিয়ে আত্মঘাতী হয়েছেন। এর পাশাপাশি আজ ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়। যেখানে লেখা ছিলো ‘আমরা সকলে একসাথে আত্মহত্যা করলাম’।