নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ আজ বীরভূমের মহম্মদবাজারের হিংলো অঞ্চলের সেরেন্ডা গ্রামে পুকুরের পাশ থেকে উদ্ধার হয়েছে নির্দল প্রার্থীর স্বামী দিলীপ মাহারার রক্তাক্ত দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জানা গেছে, প্রথমে দিলীপবাবু বিজেপি প্রার্থী হিসাবেই মনোনয়নপত্র দাখিল করেছিলেন। কিন্তু তাকে বিজেপি টিকিট না দেওয়ায় স্ত্রী ছবি মাহারা নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন। ছবি দেবী জানান, ‘‘গতকাল বিকেলবেলা ৪টে ৩০ মিনিটে দিলীপবাবু বাড়ি থেকে বেরিয়েছিলেন। রাতেরবেলা ৮টার সময় ফোনে কথাও হয়েছিল। তবে এরপর থেকে কোনো খবর পাওয়া যায়নি। এদিন মৃতদেহ উদ্ধার হয়।
স্ত্রী দিলীপবাবুর মৃত্যুতে তৃণমূলের দিকেই খুনের অভিযোগ তোলেন। পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবী জানিয়েছেন। কিন্তু তৃণমূল এই খুনের অভিযোগ অস্বীকার করেছেন। জেলা তৃণমূলের জয়েন্ট কনভেনর কালীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বিজেপি কর্মীর স্ত্রী নির্দল প্রার্থী। তৃণমূল মারামারির রাজনীতি করে না। করবেও না। ওদেরই কিছু বিষয়। তদন্ত করে দেখুক। আমাদের কোনো কর্মী যুক্ত নয়।’’
জেলা তৃণমূলের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেছেন, ‘‘দিলীপবাবু নির্দল প্রার্থীর স্বামী। বিজেপি ফায়দা তোলার জন্য রাজনীতি করছে। তদন্ত করে দেখা হোক।’’ পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান। পুলিশের প্রাথমিক ভাবে অনুমান, ধারালো অস্ত্র দিয়ে এই খুন করা হয়েছে। যদিও গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।