শূন্য হয়ে গেলো হাসপাতালের ব্লাড ব্যাংক
দীপঙ্কর গোস্বামীঃ মালদাঃ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাংক একেবারে রক্তশূন্য। আর বুধবার দুপুরে সেই শূন্যতা পূরণের জন্য মালদা মেডিকেল কলেজের চিকিৎসকেরা প্রিন্সিপালের সাথে আলোচনায় বসলেন।
আলোচনা শেষে চিকিৎসকরা জানালেন, “রক্তশূন্যতা দূর করতে জেলা প্রশাসনের ও জেলা পুলিশ প্রশাসনের কাছে রক্তদান শিবিরের জন্য আবেদন জানানো হবে”।
এদিনের এই আলোচনায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যক্ষ ডাক্তার পার্থ প্রতিম মুখোপাধ্যায়, মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের ইনচার্জ ডাক্তার মুজিবুল হক, ডাক্তার প্রশান্ত ব্যানার্জি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ডাক্তার মুজিবুল হক জানিয়েছেন, “খুব শীঘ্রই আমরা জেলা পুলিশ সুপার এবং জেলা শাসকের কাছে রক্তের ক্যাম্পের বিষয় নিয়ে আবেদন জানাবো। জেলার প্রতিটি থানায় যাতে রক্তদান শিবির হয় সেই বিষয়েও বলা হবে। এর পাশাপাশি জেলা প্রশাসনের সমস্ত দপ্তরের কর্মীরা যাতে রক্তদানে এগিয়ে আসে সেই বিষয়েও বলা হবে”।