নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ রাজ্যে চলছে চতুর্থ দফার নির্বাচন। পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে নানা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেছে। হেভিওয়েট নির্বাচনী প্রচারেও তার প্রভাব পড়েছে। উত্তরবঙ্গের সভামঞ্চ থেকে প্রধানমন্ত্রীর গলায় কোচবিহারের ঘটনা।
https://www.youtube.com/watch?v=VCdoTlyLzqs
চতুর্থ দফার নির্বাচনে খবরের শিরোনামে শীতলকুচি। আর শীতলকুচির ঘটনায় ক্ষুব্ধ প্রধানমন্ত্রী। ১৮ বছরের তরুণের পাশাপাশি একাধিক মৃত্যুর খবর রাজ্যের উত্তরের এই এলাকা থেকে। প্রধানমন্ত্রীর অভিযোগ, “তৃণমূল কেন্দ্রীয় বাহিনীকে কাজে বাধা দিচ্ছে। শীঘ্রই দোষীদের সামনে আনা হোক। ঘটনার প্রতি কড়া নজর দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন রেখেছি”।
Sponsored Ads
Display Your Ads Herehttps://www.youtube.com/watch?v=qUJ7Llol41o
Sponsored Ads
Display Your Ads Hereতোলাবাজি প্রসঙ্গে ফের প্রধানমন্ত্রী শিলিগুড়ি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “দিদি প্রকাশ্যেই তোলাবাজি, কাটমানি নিয়ে কথা বলে চলেছেন। বলেছেন দু-পাঁচশো নিলে কি যায় আসে! সাধারণ মানুষ এই ব্যাপারে কি বলবেন?”
https://www.youtube.com/watch?v=TaGI5Rxl5KM
Sponsored Ads
Display Your Ads Hereহারছেন মমতা। পশ্চিমবঙ্গে গেরুয়া পদ্ম ফোটানোর ব্যাপারে ফের আত্মবিশ্বাসী শোনালো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তিনি বলেছেন, “২ তারিখের পর রাজ্যে সরকার গড়বে বিজেপি সরকার। কৃষকদের প্রতি প্রতিশ্রুতিও দিয়ে রাখলেন। কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৮ হাজার টাকা দেওয়ার কথা বললেন। শুধু তাই নয় বিজেপি সরকার শুধুমাত্র ক্যাবিনেট বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ায় সীমাবদ্ধ থাকবে না। সাধারণ মানুষের মত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারী বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন হবে। এমনকি উত্তরবঙ্গে সিঙ্কোনা চাষের ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী”।
https://www.youtube.com/watch?v=maLxkj9lfw8