কেন্দ্রীয় বাহিনীকে হুঁশিয়ারি তৃণমূল প্রার্থীর
রাজ খানঃ হুগলীঃ হুগলীর চুঁচুড়ায় অধ্যাপক জ্যোতিষ চন্দ্র ঘোষ বালিকা বিদ্যালয়ের ২৯৯ নং বুথে ভোট দিলেন সপ্তগ্রাম কেন্দ্রের তৃণমূল প্রার্থী তপন দাশগুপ্ত।
কেন্দ্রীয় বাহিনী সপ্তগ্রামের শম্ভু ঘোষ সভাকক্ষের বুথে তৃণমূলের পোলিং এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার সাথে সাথেই তৃণমূল প্রার্থী তপন দাশগুপ্তকেও ঢুকতে বাধা দেওয়া হয়।

- Sponsored -
তৃণমূল প্রার্থী তপন দাশগুপ্ত জানান, “এজেন্ট ঢোকানোর জন্য প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলতে গেলে কেন্দ্রীয় বাহিনী প্রার্থীকে ঢুকতে বাধা দেয়। তারা আমাদের সক্রিয় কর্মীদের তুলে নিয়ে গিয়েছে”।
এরপরই সপ্তগ্রাম কেন্দ্রের তৃণমূল প্রার্থী তপন দাশগুপ্ত কেন্দ্রীয় বাহিনীকে হুঁশিয়ারি দিয়ে জানান, “কেন্দ্রীয় বাহিনী বাড়াবাড়ি করলে আমাদের ছেলেরা তৈরি আছে। কেন্দ্রীয় বাহিনী পদ্মে ভোট দিতে বলছে। এই সমস্ত ঘটনা নির্বাচন কমিশনের কাছে জানানো হয়েছে”। এই অভিযোগও করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন দাশগুপ্ত।