মহম্মদ মোখতারঃ বাংলাদেশঃ আজ বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশান-বাড্ডা লিংক রোডে ঘটে গেলো এক চাঞ্চল্যকর ঘটনা। যেখানে ট্রাফিক পুলিশের মামলায় অতিষ্ঠ হয়ে অবশেষে এক বাইকার কোনো উপায় না পেয়ে পুলিশের সামনে নিজেই নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।
সূত্রের ভিত্তিতে জানা গেছে, ওই ব্যক্তি রাইড শেয়ারিং অ্যাপস পাঠাওয়ের একজন মোটরসাইকেল চালক। ওই মোটরসাইকেল চালক ট্রাফিক সংক্রান্ত কোনো মামলার বিষয় নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। এরপর নিজের মোটরসাইকেলে পেট্রোল ছড়িয়ে আগুন ধরিয়ে দেন।
Sponsored Ads
Display Your Ads Here
আশেপাশের মানুষ আগুন নেভাতে আসলে মোটরসাইকেল চালক তাতে বাধা দেন। কিন্তু কারোর কথা না শুনে বাইকে আরো পেট্রোল দিতে থাকেন। তারপর পুলিশ মোটর সাইকেলটি ও ওই বিক্ষুব্ধ মোটরসাইকেল চালককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
Sponsored Ads
Display Your Ads Here
এ বিষয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, “ওই ব্যক্তি রাজধানীর লিংক রোড এলাকায় ট্রাফিক আইন অমান্য করায় দায়িত্বরত একজন ট্রাফিক সার্জেন্ট কাগজপত্র দেখতে চান। এর পরিপ্রেক্ষিতে ওই ব্যক্তি ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেল আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ তাকে থামিয়ে মোটরসাইকেলটির আগুন নেভায়”।
Sponsored Ads
Display Your Ads Here
হঠাৎ করে ওই ব্যক্তি এমন উত্তেজিত হয়ে পড়লো কেন পুলিশ তা জানার চেষ্টা শুরু করেছে। এর পাশাপাশি এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বাইক চালকের কাণ্ড দেখে রীতিমতো সকলেই অবাক হয়ে যায়।