নিজস্ব সংবাদদাতাঃ ডোমজুড়ঃ নিজের গড় হাওড়ার ডোমজুড় থেকেই বিজেপি প্রার্থী হয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আজ রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মহাগুরু প্রচারে এসেছিলেন।
কিন্তু রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আসা মিঠুন চক্রবর্তীর সভায় চলল হামলা। বিজেপির দাবী, এদিন ডোমজুড়ের সভায় বিজেপি প্রার্থী রাজীবের সমর্থনে অভিনেতা মিঠুন চক্রবর্তীর সভাকে লক্ষ্য করে অসংখ্য ইট-পাথর ছোঁড়া হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী জানা যায়, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ডোমজুড়ের বাঁকড়া অঞ্চলে মিছিল যাওয়ার সময় বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলা চালায়। গাড়ি ভাঙচুর সহ অনবরত ইট ও পাথর বৃষ্টি চলতে থাকে বলে অভিযোগ জানানো হয়।
রাজীব বন্দ্যোপাধ্যায় জানান, “ওই অঞ্চল দিয়ে যাওয়ার সময় তৃণমূলের পক্ষ থেকে এই কাজ করা হয়েছে”।
প্রসঙ্গত, রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর থেকেই ডোমজুড়ের বিভিন্ন অঞ্চলে রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রচার অথবা মিছিল করতে গিয়ে একাধিকবার তৃণমূল কর্মীদের বাধার সম্মুখীন হয়েছেন।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এবং কমব্যাট ফোর্সও উপস্থিত হয়েছে। এই ঘটনার প্রভাবে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।