নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ গতকাল রাতেরবেলা উত্তরপ্রদেশের শাহজাহানপুরের একটি প্রেক্ষাগৃহে আচমকা আগুন লাগতেই চারিদিক ধোঁয়ায় ভরে ওঠে। তবে এই ঘটনায় কেউ আহত হননি। এই ঘটনাকে কেন্দ্র করে প্রেক্ষাগৃহের চত্বরে ব্যাপক চাঞ্চল্য তৈরী হয়।
সূত্রের খবর, কিছুক্ষণ আগেই সিনেমা শেষ হয়েছে। ফলে দর্শকরা প্রেক্ষাগৃহ ছেড়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছেন। ঠিক তখনই দর্শকের আসন আগুনে পুড়ে ঝলসে যেতে শুরু করে। আশেপাশের পুরো জায়গা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। আর ভিতরে দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করে। যা দেখে প্রেক্ষাগৃহের কর্মীরা দমকল বিভাগের কাছে খবর দিলে দমকল কর্মীরা খবর পেয়ে ছ’টি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।
দমকলকর্মীদের পাশাপাশি পুলিশও ঘটনাস্থলে এসে উপস্থিত হন। আর আগুন যেন বাইরে ছড়িয়ে না পড়ে, সেই কারণে প্রেক্ষাগৃহের মুখ্যদ্বারগুলি বন্ধ করে দেয়। এরপর ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। দমকল আধিকারিকদের অনুমান, “শর্ট সার্কিটের ফলে আগুন লেগেছে।” এই ঘটনায় প্রেক্ষাগৃহের প্রচুর ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।