পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ কৈখালী থেকে নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফেরার সময় দক্ষিণ চব্বিশ পরগণা জেলার কুলতলি ব্লকের গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ১৪৩ নম্বর বুথের তৃণমূল সভাপতি সনাতন নাইয়ার উপর হামলা চালালো বিজেপির কর্মী-সমর্থকেরা।
অভিযোগ ওঠে, সনাতন বাবু ও তার সহকর্মী রাজারাম নস্কর এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন। ফলে দুুই জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তবে বিজেপি হামলার অভিযোগ অস্বীকার করে জানায় যে, “বিজেপি কর্মীদের উপরেও হামলা হয়েছে।” পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করছেন। সম্প্রতি বিজেপি এবং তৃণমূলের সংঘর্ষে কুলতুলি ব্লকের গুড়গুড়িয়া ভুবনেশ্বরী এলাকায় দুই পক্ষের প্রায় দশ জন গুরুতর আহত হয়েছেন।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
বস্তুত, গতকাল দক্ষিণ চব্বিশ পরগণার বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর পাওয়া গেছে। যেমন ক্যানিং থানা এলাকায় রেললাইনের ধার থেকে বোমাভর্তি ব্যাগ উদ্ধার হয়েছে। এছাড়া মেরিগঞ্জে পুলিশের সামনেই তৃণমূলের দুষ্কৃতীরা এক জন সিপিএম প্রার্থীর বাড়িতে হামলা চালায়। এমনকি বাড়ির মহিলা ও শিশু সদস্যকেও হেনস্থা করা হয়।
তাছাড়া তৃণমূলের দুষ্কৃতীরা পোলেরহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় জমি জীবিকা বাস্তুতন্ত্র এবং পরিবেশ রক্ষা কমিটির প্রার্থী নুরজাহান বিবির বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে। পাশাপাশি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভাঙড় দুই নম্বর ব্লকের রঘুনাথপুর গ্রামের ১৯৭ নম্বর বুথের আইএসএফ প্রার্থী ভারতী মণ্ডলের বাড়িতে প্রবেশ করে হামলা চালায়।