নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ বীরভূমের দুবরাজপুর ব্লকের সদাইপুর থানার অন্তর্গত এলেমা গ্রামের বাসিন্দারা পুলিশ কুকুর এনে প্রকৃত খুনীদের গ্রেপ্তারের দাবী তুলে মৃতদেহ আটকে বিক্ষোভ শুরু করে। মৃত হলেন ৪০ বছর বয়সী নরেশ বাউরী।
নরেশের মা গায়ত্রী বাউরী অভিযোগ করেন যে, “নরেশ পেশায় একজন টোটো চালক ছিলেন। নরেশের স্ত্রী জগধাত্রী বাউরীর সাথে মনোমালিন্য ছিল। ১২ বছর ধরে দু’জনের বিবাহ বিচ্ছেদ মামলা চলছিল। গতকাল নরেশ সিউড়ি আদালতেও যান।
Sponsored Ads
Display Your Ads Here
এরপরেই নরেশকে জগধাত্রী খুন করিয়েছে”। তাই প্রকৃত দোষীদের ধরতে নরেশের মৃতদেহ আটকে পুলিশ কুকুরের দাবী জানিয়েছেন। অবশেষে সদাইপুর থানার সিআই কৌশিক সিনহা চৌধুরির আশ্বাসে মৃতদেহটি তুলতে দেওয়া হয়। তারপর সদাইপুর থানার পুলিশ মৃতদেহটি সিউড়ি সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
Sponsored Ads
Display Your Ads Here