নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ আজ বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুর থানার ডেমুরটিটা গ্রাম বিকট শব্দে কেঁপে উঠেছে। মনে করা হচ্ছে যে, প্রায় আশিটি বোমা ফেটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে এক আতঙ্কের পরিবেশ তৈরী হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের একটি নির্মীয়মাণ বাড়িতে মজুত করা বোমা ফেটেছে। ওই বাড়িটি শেখ শেরাফত নামে এক জন স্থানীয় বাসিন্দার। শেরাফত এলাকায় তৃণমূল কর্মী বলেই পরিচিত। খয়রাশোল থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই নির্মীয়মান বাড়িতে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালান।

সিআইডির (ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট) একটি দলের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীও ঘটনাস্থলে এসে উপস্থিত হন। আপাতত অভিযুক্তের খোঁজ চালানো হচ্ছে। নির্দল প্রার্থীর সমর্থকদের অভিযোগ, ‘‘পঞ্চায়েত নির্বাচনে ওই গ্রামে তৃণমূলের একাংশ নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছিল। তাই গ্রামে অশান্তি ছড়াতে ওই বোমা মজুত করা হয়েছে।’’ কিন্তু তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছেন।
