অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গতকাল রাতেরবেলা বেহালা পূর্ব বিধানসভার চড়কতলা এলাকায় চড়কমেলাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষকে ঘিরে এলাকায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরী হয়। দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। ইট ছোঁড়া, ভাঙচুরের পাশাপাশি গুলি চলার ঘটনাও ঘটে।
জানা গেছে, মেলার দায়িত্ব কোন গোষ্ঠীর হাতে থাকবে তা নিয়েই ঝামেলার সূত্রপাত হয়। এরপর রাত ১০ টা নাগাদ হঠাৎ দু’পক্ষের মধ্যে এলাকা দখলকে কেন্দ্র করে ঝামেলা শুরু হয়। বচসা থেকে সেই অশান্তি বিবাদে এসে পৌঁছায়। মধ্যরাত অবধি এই বিবাদ চলে। এই ঘটনায় এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকে ওই দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব। বেশ কয়েক ঘণ্টা তাণ্ডব চলার পর বেহালা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী নিয়ে আসে। কিন্তু পুলিশের সামনেই দু’পক্ষের মধ্যে ইট বৃষ্টি, বোতল ছোঁড়াছুড়ি সহ গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। ফলে পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খেতে হয়।
তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও গোটা এলাকা জুড়ে পুলিশ পিকেট জারি রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় এক থমথমে পরিবেশ বিরাজ করছে।