নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে একটানা প্রবল বৃষ্টির জেরে বহু এলাকা বন্যার রূপ ধারণ করেছে। অবিরাম বৃষ্টি ও জলাধার থেকে লক্ষাধিক কিউসেক জল ছাড়ার ফলে হাওড়ার উদয়নারায়নপুর, আমতা সহ বিভিন্ন এলাকা প্লাবনের আকার ধারণ করে।
অবিরাম বৃষ্টির ফলে কাঁচা বাড়িগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরেও বিভিন্ন পাঞ্চেত থেকে লক্ষাধিক কিউসেক জল ছাড়ার ফলে নদীর জল ফুলে ফেঁপে ওঠায় অধিকাংশ মানুষকে স্কুল বাড়িতে আশ্রয় নিতে হয়েছে। পাশাপাশি ফসল এবং চাষের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এমতাবস্থায় হাওড়া ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা উদ্ধারকার্যে নেমে পড়েছেন। ডিভিসি জলাধার থেকে জল ছাড়ার ফলে এলাকায় আতঙ্ক সৃষ্টি হওয়ার সাথে সাথে ক্ষতিগ্রস্ত কৃষকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। যদিও প্রশাসনের তরফ থেকে সব রকমের সহযোগীতা করার আশ্বাস দেওয়া হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here