নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ হাওড়ার চামরাইলের দক্ষিণ পাড়া এলাকার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বস্তাবন্দি চাল-ডালে কালো পোকা থিক থিক করছে। আর ওই চাল দিয়েই শিশুদের রান্না চলছে। এই ঘটনার কথা চাউর হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে জেলা প্রশাসন এমন অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে।
জানা গিয়েছে, গত কয়েক বছর ধরে এখানে একটি ঘরের মধ্যে অঙ্গনওয়াড়ি চলছে। সেখানে তিন বছর থেকে ছয় বছর বয়সী শিশুদের পড়াশোনা, খেলাধুলা সহ নিয়মিত খাবার দেওয়া হয়। পাশাপাশি গ্রামের অন্তঃসত্ত্বা মহিলারাও ওই কেন্দ্র থেকে খাবার নিয়ে যান। কিন্তু সম্প্রতি অভিভাবকরা অভিযোগ জানান, ‘‘কয়েক দিন ধরে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পোকা ধরা চাল-ডাল দিয়ে খাবার তৈরী করা হচ্ছে। খাবারের মানও এমন যে, অনেক সময় খাবার বাড়িতে নিয়ে গেলেও শিশুদের খাওয়ানোর সাহস না হয়ে পথকুকুরদের খাইয়ে দেওয়া হয়।’’
Sponsored Ads
Display Your Ads Here
ওই অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা ও রাঁধুনি দু’জনেই চাল-ডালে পোকা থাকার কথা স্বীকার করে নিয়েছেন। ওই শিক্ষিকা এই প্রসঙ্গে জানান, ‘‘একসাথে আড়াই মাসের চাল-ডাল জমিয়ে রাখা হয়েছে। ফলে তাতে পোকা ধরে গিয়েছে। চাল-ডাল রোদ্দুরে সেঁকে নেওয়ার পর রান্না করলেও ভাত-ডালে পোকা থেকে যাচ্ছে। পরে ছাঁকনি দিয়ে ওই পোকাগুলোকে তুলে নেওয়া হয়।’’
Sponsored Ads
Display Your Ads Here
ডোমজুড় ব্লকের চাইল্ড প্রজেক্ট ডেভেলপমেন্ট অফিসের আধিকারিকরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সমগ্র ঘটনা খতিয়ে দেখেন। প্রকল্পের জন্য সুপারভাইজারের দায়িত্বে থাকা বর্ণিকা নায়েক বলেন, ‘‘পুরোনো স্টকের চাল-ডালে পোকা ছিল। শিশুদের খাবার তৈরীতে তা ব্যবহার করা হয়েছে কেন, সেটা জানতে শিক্ষাকেন্দ্রের শিক্ষিকাকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই ব্যাপারে তার গাফিলতি রয়েছে। তবে শিশুরা যাতে ভালো খাবার পায় তা দেখা হবে।’’
Sponsored Ads
Display Your Ads Here