ব্যুরো নিউজঃ এবার এক আশ্চর্য এক কাণ্ড করে বসলেন একজন মার্কিন যুবক। ভুল বিমানে উঠে বিমান টেক অফ করার আগেই বিমান কর্মীদের অনুমতি ছাড়াই চলন্ত বিমান থেকে ঝাঁপ দিলেন ২৫ বছর বয়সী ট্রয় নামের ওই যুবক। এই আশ্চর্যময় ঘটনাটি নিউ জার্সি শহরের নিওয়ার্ক লিবার্টি আন্তজার্তিক বিমানবন্দরে ঘটেছে।

- Sponsored -
ট্রয় ইউনাইটেড এয়ারলাইন্সের নিউ জার্সি থেকে টাম্পা গামী ফ্লাইট ১৬৪০-এ উঠেছিলেন। ইউনাইটেড এয়ারলাইন্সের একজন মুখপাত্র ম্যাগি শ্মেরিন জানিয়েছেন, “ভুল বিমানে উঠেছে জানতে পারা মাত্রই তিনি নিজেই চলন্ত বিমানের দরজা খুলেই ঝাঁপ দেন। আর ঘটনাটি দেখা মাত্রই তৎক্ষণাৎ বিমান কর্মীরা পুলিশের কাছে খবর দেন”।
পুলিশ সূত্রে জানা যায়, ট্রয়ের বিমানের টিকিট কাটাই ছিল। কিন্তু এরপরেও তিনি ভুল বিমানে উঠেছেন কীভাবে তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত তিনি পুলিশী হেফাজতে রয়েছেন। এই ঘটনার জেরে প্রায় ৫ ঘন্টা বিমানটি বন্ধ ছিল।