নিজস্ব সংবাদদাতাঃ জম্বু-কাশ্মীরঃ গত বছরের পর চলতি বছরেও অমরনাথ যাত্রা বাতিল করা হলো। চলতি বছর অমরনাথ যাত্রা করা যায় কিনা তা নিয়ে অমরনাথজি শ্রাইন বোর্ড আলোচনায় বসেছিল। কিন্তু এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে গত বছরের মতো চলতি বছরও অমরনাথ যাত্রা করা যাবে না।
গত বছর করোনা আবহের জেরে অমরনাথ যাত্রা স্থগিত হয়ে যায়। তবে এবার অমরনাথজি শ্রাইন বোর্ড করোনা সতর্কতা মেনে অমরনাথ যাত্রা হবে বলে সিদ্ধান্ত নেয়। পুণ্যার্থীরাও যাত্রা নির্বিঘ্নেই হবে ভেবেছিলেন। কিন্তু আচমকা লাগামহীন করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জেরে রেজিস্ট্রেশন প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হয়। তাই গত বছরের মতো চলতি বছরেও অমরনাথ যাত্রা স্থগিত করা হলো।
Sponsored Ads
Display Your Ads Here
জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরের কার্যালয় টুইট করে জানিয়েছেন যে, “আগে জনগণের জীবন বাঁচানো প্রয়োজন। বৃহত্তর জনস্বার্থের জন্য চলতি বছর তীর্থযাত্রায় অনুমতি দেওয়া হচ্ছে না”।
Sponsored Ads
Display Your Ads Here
পরপর দু’বছর অমরনাথ যাত্রা বন্ধ হয়ে যাওয়ায় তীর্থযাত্রী ও দর্শনার্থীদের ভাবাবেগে আঘাত দেওয়ার জন্য মন্দির কর্তৃপক্ষ অত্যন্ত দুঃখ প্রকাশ করেছে।
Sponsored Ads
Display Your Ads Here