ওয়েব ডেস্কঃ রাজ্যে অ্যালকোহল ব্যবসায় প্রচুর ক্ষতি হচ্ছে। রাজ্য অ্যালকোহল ব্যবসায় প্রচুর শুল্ক আদায় করে৷ ফলে আইএফবি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংস্থার আধিকারিকরা মনে করছেন এই ব্যবসার ক্ষতি হলে রাজ্যের শুল্কে ঘাটতি হতে পারে। তাই আইএফবি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই বিষয়ে চিঠি লিখে আবেদন জানানো হয়েছে।
তারা মুখ্যমন্ত্রীর কাছে কিছু আবগারি আধিকারিকদের বিরুদ্ধে তদন্তের দাবী জানিয়েছে যাদের তৎপরতায় এই ব্যবসায় অনৈতিকতা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রীর পাশাপাশি এই বিষয়ে একই রকম তদন্তের জন্য পশ্চিমবঙ্গের শিল্প ও অর্থ-বাণিজ্য দপ্তরের কাছেও দাবী জানিয়েছে এই সংস্থা।
এই প্রসঙ্গে জানানো হচ্ছে, বিহার সরকার অ্যালকোহল নিয়ে কড়া অবস্থান নেওয়ার পর থেকেই এই রাজ্যে অ্যালকোহলের চাহিদা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এই সংস্থার পক্ষ থেকে আশা করা হচ্ছে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এই সমস্যার সমাধান হবে। ফলে ধীরে ধীরে তারা এই ব্যবসায় লাভের মুখ দেখবেন।