পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ দীর্ঘ ১৩ বছর থেকে দক্ষিণ চব্বিশ পরগণা নার্সিং হোম অ্যান্ড ডায়গনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন তাদের ২৯৩ জন সদস্য অর্থাৎ হাসপাতালের কর্মকর্তাদের নিয়ে সংগঠন পরিচালনা করে চলেছে। আজ তাদের ১৩ তম বার্ষিক অনুষ্ঠান ডায়মন্ড হারবারের ‘পুণ্যলক্ষ্মী’ হোটেলে অনুষ্ঠিত হচ্ছে। এদিন প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
এদিন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে পরিবহন দপ্তরের রাষ্ট্রীয় মন্ত্রী দিলীপ মণ্ডল উপস্থিত থেকে প্রদীপ প্রজ্বলন করলেন। পাশাপাশি এই শুভক্ষণে দক্ষিণ চব্বিশ পরগণা নার্সিং হোম অ্যান্ড ডায়গনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিরুল ইসলাম শেখ, সম্পাদক নুর ইসলাম মির, জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা মণ্ডল, ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার সহ প্রমুখ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিন দক্ষিণ চব্বিশ পরগণা নার্সিং হোম অ্যান্ড ডায়গনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের তরফে দিলীপ মন্ডল জানান, “এই সংগঠনের মূল উদ্দেশ্য, সরকারের সাথে সম্পর্ক বজায় রেখে সাধারণ মানুষকে যথাযথ পরিষেবা দেওয়া।”