অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গতকাল কলকাতার তিলজলা এলাকায় ঘটে গেল এক ছিনতাইয়ের ঘটনা। জানা যায়, একজন ট্যাক্সিচালক ইচ্ছাকৃতভাবে তার ট্যাক্সি দিয়ে অপর একজন বাইক আরোহীকে ধাক্কা মারে। এরপর ট্যাক্সি থেকে তিন জন নেমে এসে আহত ওই যুবককে ট্যাক্সিতে তুলে বন্দুক দেখিয়ে তার কাছে তিন লক্ষ টাকা চায়। শেষপর্যন্ত ওই যুবক তার ভাইকে ফোন করে টাকার ব্যবস্থা করেন। তারপর তার টাকা লুঠ করার পর তাকে কসবার অ্যাক্রোপলিস মলের কাছে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এরপরই ট্যাক্সিচালক ট্যাক্সি নিয়ে চম্পট দেয়।
পুলিশ সূত্রে জানা যায়, আক্রান্ত যুবকের নাম মহম্মদ নাদিম। তিনি তিলজলার বাসিন্দা। এই ঘটনার পর তিনি প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের করার পর প্রগতি ময়দান থানার পুলিশ ঘটনাটির তদন্তে নামে। আর ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়।
Sponsored Ads
Display Your Ads Hereপ্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, আক্রান্ত ওই যুবকের সল্টলেকে একটি কল সেন্টার রয়েছে। গত বেশ কয়েকদিন ধরেই মূল অভিযুক্তের সঙ্গে তার ঝামেলা চলছিল। যার জেরে এই ঘটনাটি ঘটে। কিন্তু এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
ইতিমধ্যেই পুলিশ এই ঘটনায় ওই ট্যাক্সির চালক সহ মূল অভিযুক্তকে গ্রেপ্তারও করেছে। তবে বাকি একজন অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।