অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আবারও ভয়ানক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মহানগরীতে। আজ কলকাতার তিলজলায় কুষ্টিয়া রোডে রাবার ফ্যাক্টরির চারতলার বহুতলের ছাদে আগুন লাগে। সেখানে বিভিন্ন দাহ্য সামগ্রী ছিল। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। স্থানীয়রাই রাবার ফ্যাক্টরির কর্মীদের নিরাপদে বার করে আনেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আগুনের লেলিহান শিখা নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা নিজেরাই বালতি করে জল এনে পাশের বহুতলের ছাদে ঢেলে আগুন নেভানোর কাজ শুরু করেন। চারিদিক ধোঁয়ায় ঢেকে যায়। স্থানীয়দের পক্ষ থেকে অভিযোগ ওঠে যে, দমকলকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে প্রায় এক ঘণ্টা পর দমকলের তিনটি ইঞ্জিন আসে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
দমকল কর্তৃপক্ষের দাবী, জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় দমকলের গাড়ি ঢুকতে দেরী হয়। রাবার দাহ্য সামগ্রী থাকায় আগুনের গ্রাসে সমস্ত সামগ্রী ভস্মীভূত হয়ে যায়।
ঘটনাস্থলে তিলজলা থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী এসে পৌঁছায়। কি থেকে এই আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার জেরে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। যদিও স্থানীয়দের তৎপরতার কারণে আগুন আরো ভয়াবহ আকার নিতে পারেনি।