অমিত জানাঃ হাওড়াঃ আগুন আতঙ্কে ঘুম ভাঙল এলাকাবাসীর। সেই সঙ্গে এলাকায় উত্তেজনাও ছড়িয়ে পড়ল। কিছু বুঝে ওঠার আগেই দাউদাউ করে জ্বলতে শুরু করেছে আগুন।
https://www.youtube.com/watch?v=SbF6FCTBolI
বৃহস্পতিবার ভোর চারটের সময় হাওড়ার লিলুয়ার কোনা মোড়ে বিধ্বংসী আগুন লাগে। তাতে সাতটি দোকান, দু’টি পাবলিক বাস ও একটি চার চাকার গাড়ি ভস্মীভূত হয়ে গেল। দু’ঘন্টার চেষ্টায় তিনটি ইঞ্জিনের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আসে।
Sponsored Ads
Display Your Ads Hereস্থানীয় বাসিন্দা মহম্মদ সাবির জানান, “ওপর থেকে চিরচির করে আগুনের ফুলকি পড়েছিল শুনলাম। সেগুলি বস্তির উপর পড়তে আগুন ছড়িয়ে পড়ে”। তিনি বলেন, “অনুমান করা হচ্ছে ইলেকট্রিকের শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। কিন্তু উপরের বৈদ্যুতিক তার থেকে আগুন ঝলসে পড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না”।
https://www.youtube.com/watch?v=GNc3o0yZTyE
Sponsored Ads
Display Your Ads Hereঅপর এক স্থানীয় বাসিন্দা সঞ্জয় বলেছেন, “ভয়াবহ আগুনে দোকানগুলি ভস্মীভূত হয়ে গিয়েছে। দমকলকে খবর দিলে তারা অত্যন্ত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনে”। এছাড়া তিনি জানিয়েছেন, “এই অগ্নিকাণ্ডে অনেকগুলো দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে। সেই দোকানগুলিতে জিনিসপত্র ভর্তি ছিল। সব পুড়ে ছাই হয়ে যায়”।
দমকল সূত্রে খবর, এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর নেই। দমকলের তিনটি ইঞ্জিন প্রায় দু’ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঠিক কি কারণে আগুন লেগেছে তা জানা না গেলেও দমকল কর্মীদের প্রাথমিক ভাবে মনে হয়েছে, ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগতে পারে। তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দমকল আধিকারিকরা।