অমিত জানাঃ হাওড়াঃ এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হাওড়ার দ্বিতীয় হুগলি সেতু। এমন দুর্ঘটনা সচরাচর বাস্তবে দেখা যায় না বলে মত প্রত্যক্ষদর্শীদের। তাদের মতে এটি সাধারণত সিনেমার পর্দায় দেখা যায়। কিন্তু কি সেই ঘটনা?
পুলিশ সূত্রে জানা যায়, বিদ্যাসাগর সেতুর টোল ট্যাক্সে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলার নিয়ন্ত্রণ হারিয়ে কলকাতার দিক থেকে দ্বিতীয় হুগলি সেতুর টোলট্যাক্সে টিকিট কাটার লাইনে দাঁড়িয়ে থাকা একটা পর একটা গাড়িকে পর পর ধাক্কা মারে। সেই গাড়িগুলির মধ্যে একটি পর্যটকদের গাড়িও ছিল। সেই পর্যটকদের গাড়িটি তাজপুর যাচ্ছিল। সেখানে যাওয়ার পথে আজ শনিবার সকালে দুর্ঘটনার কবলে পড়ে এই পর্যটকদের গাড়ি।
https://www.youtube.com/watch?v=KtMufDt9vJY
Sponsored Ads
Display Your Ads Hereপ্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলেই একটি বেসরকারী গাড়ির চালকের মৃত্যু হয়। এই দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে কিছুজনের আঘাত গুরুতর। আহতদের কলকাতার হাসপাতালে চিকিৎসার জন্যে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঘাতক গাড়িটিকে উদ্ধার করে।
https://www.youtube.com/watch?v=vPmYOJkvrfU