অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ দক্ষিণ চব্বিশ পরগণার নরেন্দ্রপুর থানা এলাকার একটি বিদ্যালয়ে এক অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠলো এক জন শিক্ষকের বিরুদ্ধে। আজ এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
জানা যায়, এদিন প্রায় ষাট জনের একটি দল বিদ্যালয়ে প্রবেশ করে শিক্ষক-শিক্ষিকাকে ব্যাপক মারধর শুরু করেন। একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, শিক্ষিকারা বিদ্যালয়ের স্টাফ রুমে ভীত মুখে দাঁড়িয়ে আছেন। মেঝেতে কাগজপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। কয়েক জন শিক্ষিকা অভিযোগের সুরে বলেন, ‘‘আমাদের মোবাইল ছিনিয়ে নিয়েছে।’’ আক্রান্ত শিক্ষক -শিক্ষিকাদের দাবী, ‘‘আমরা প্রধানশিক্ষকের দুর্নীতির তথ্য সামনে আনায় তার মদতে এই আক্রমণ হয়েছে। আর উনি পাল্টা চাপ সৃষ্টি করে সব অভিযোগ তুলে দেওয়ার চেষ্টা করছেন।’’
কিন্তু প্রধানশিক্ষক এই অভিযোগ অস্বীকার করে জানান, ‘‘বিদ্যালয়ে এক জন ছাত্রীর উপর যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। যে শিক্ষক অভিযুক্ত তিনি বিদ্যালয় আসেননি। বিদ্যালয় পরিচালন কমিটির সাথে বৈঠক করে চিঠি দেওয়া হবে। পাশাপাশি এই হামলাকে জনরোষ বলে মন্তব্য করে বলেন, পুলিশ-প্রশাসনের সাথে কথা বলে যা করণীয় তাই করা হবে।’’ নরেন্দ্রপুর থানার পুলিশ খবর পেয়ে বিদ্যালয়ের ভিতরে আটকে থাকা আক্রান্ত শিক্ষক-শিক্ষিকাদের উদ্ধার করেন। এছাড়া এই ঘটনার তদন্ত শুরু করেছেন।