নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ হাওড়ার আন্দুলের আড়গড়ি ফকিরপাড়ায় এক নাবালিকাকে নিয়ে প্রায়ই এক তরুণীর পরিবারের সঙ্গে মৃতার দুই ছেলের ঝগড়া হত। আর এই দুই পরিবারের মধ্যে অশান্তির জেরে প্রাণ হারালেন ১ জন প্রৌঢ়া। মৃতের নাম রশিদা বেগম। বয়স ৫৫ বছর। এমনিতেই রশিদা বেগম হৃদ্রোগে ভুগছিলেন।
স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতেরবেলা ১০টা ৩০ মিনিট নাগাদ দুই পরিবারের মধ্যে বচসা শুরু হলে রশিদা অশান্তি থামাতে যান। ওই সময় ২০ বছর বয়সী রুবিনা শাহ নামে এক তরুণী প্রৌঢ়ার ছোটো ছেলেকে লাঠি দিয়ে মারতে থাকেন। তখন রশিদা ছেলেকে বাঁচাতে লাঠির আঘাত এসে পড়লে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। আর যন্ত্রণায় ছটফট করতে করতে কিছুক্ষণের মধ্যে সেখানেই মৃত্যু হয়। সাঁকরাইল থানার পুলিশ খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ হাসপাতালে ময়নাতদন্তে পাঠান।
পুলিশ অভিযুক্ত রুবিনা, নুরপান শাহ ও এক জন নাবালিকাকে গ্রেফতার করে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ধৃত তিন জনের মধ্যে দু’জনকে গতকাল হাওড়া আদালতে হাজির করানো হলে বিচারক রুবিনাকে তিন দিন পুলিশী হেফাজত এবং নুরপানকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পাশপাশি ওই নাবালিকাকে জুভেনাইল জাস্টিস বোর্ডে হাজির করানো হয়।