নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ চলতি অর্থবর্ষে কেন্দ্রীয় অর্থমন্ত্রক আয়কর ছাড়ের পরিমাণ বাড়িয়ে দিয়েছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, “বর্তমানে ১২ লক্ষ ৭৫ হাজার টাকা অবধি আয়ে কোনো কর দিতে হবে না।” আর এসডব্লিউ ও পেনশন তহবিলের উপর যে কর, কেন্দ্র তার উপর ২০৩০ সালের ৩১ শে মার্চ পর্যন্ত ছাড়ের মেয়াদ বাড়িয়েছে। অর্থাৎ আরো পাঁচ বছর।
সূত্রের খবর, ভারতের ডিপার্ট্মেন্ট অফ রেভেনিউ এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। আর এই বিজ্ঞপ্তি শেষ বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণার একটা বাস্তব রূপ দিয়েছে। এই কর ছাড় আসলে সোভেরেইন ওয়েলথ ফান্ড বা পেনশন ফান্ড থেকে যে আয়, ডিভিডেন্ড এবং লং-টার্ম ক্যাপিটাল গেন এই সবের উপর কর দেওয়া থেকে একটা অব্যাহতি দেয়।
এই কর ছাড় দেওয়ার পিছনে সরকারের লক্ষ্য খুবই স্পষ্ট। এই ধরণেই কর ছাড়ের মাধ্যমে ভারতের বিভিন্ন বড়ো প্রোজেক্টে, টেলিকম সেক্টরে, জ্বালানি সহ একাধিক সেক্টরে বিদেশি বিনিয়োগ টেনে আনাই মূল লক্ষ্য। অবশ্য এই ক্ষেত্রে যারা ২০২০ সালের ১ অক্টোবরের পর বিনিয়োগ করেছেন তারাই এই কর ছাড় পাবেন।
Sponsored Ads
Display Your Ads Here