দ্বিজেন্দ্র প্রসাদ মুখোপাধ্যায়ঃ বীরভূমঃ দেখতে দেখতে কেটে গেল বাংলার আরো একটা বছর। সূচনা হলো ১৪২৮ বঙ্গাব্দের। প্রতিবারই নতুন বছরে বীরভূমের তারাপীঠে মা তারাকে দর্শন করতে দর্শনার্থীদের ঢল নামে।
https://www.youtube.com/watch?v=xkCVeXQoPtk
Sponsored Ads
Display Your Ads Hereবীরভূমের তারাপীঠে মা তারাকে কেন্দ্র করে সাধারণ মানুষ থেকে স্থানীয় ব্যবসায়ীরা বর্ষবরণ উৎসবে মেতে উঠেছে। সেইসঙ্গে নবরাত্রী উৎসবও হয়। ওই দিন ব্যবসায়ীরা তারা মায়ের কাছে পুজো পাঠের মধ্য দিয়ে হালখাতার সূচনা করেন। তারা মায়ের কপালের সিঁদুর দিয়েই হালখাতায় এঁকে দেওয়া হয় স্বস্তিক চিহ্ন।
Sponsored Ads
Display Your Ads Hereকিন্তু এবার করোনা আবহে নববর্ষের প্রথমদিনে তারাপীঠ মন্দিরে এক অচেনা ছবি ধরা পড়লো। মন্দির খোলা থাকলেও ভিড় নেই পুণ্যার্থীদের। তবে এরই মাঝে ভক্তেরা মা তারাকে পুজো দিয়ে নতুন বছর শুরু করতে চান। অন্যান্য বছরগুলিতে পুণ্যার্থীরা পরিবারের মঙ্গল কামনা করে ও নতুন বছরে মনস্কামনা পূরণের আশায় মা তারাকে পুজো দিতে আসেন।
https://www.youtube.com/watch?v=_oCjY7PvaSA
Sponsored Ads
Display Your Ads Hereকিন্তু ফের করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় তারাপীঠে পুণ্যার্থীদের ভিড় নেই। তবে কোভিড সতর্কতা মেনেই পুণ্যার্থীদের পুজো দেওয়ার ব্যবস্থা করেছে তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ।