দেখে নিন নদীয়ায় কে কতো আসনে এগিয়ে?

Share

স্নেহাশীষ মুখার্জিঃ নদীয়াঃ

কল্যাণী বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অ্যাডভোকেট অম্বিকা রায় 1550 ভোটে এগিয়ে।

তৃতীয় রাউন্ড শেষে শান্তিপুর বিধানসভায় বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার 968 ভোটে এগিয়ে।


চতুর্থ রাউন্ডে কল্যাণী বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী 1100 ভোটে এগিয়ে।

কৃষ্ণগঞ্জ বিধানসভার তৃণমূল প্রার্থী ডঃ তাপস মন্ডল এগিয়ে।


রানাঘাট উত্তর-পুর্বে বিজেপি প্রার্থী অসীম বিশ্বাস এগিয়ে।


রানাঘাট উওর-পশ্চিমে তৃনমুল প্রার্থী শংকর সিং এগিয়ে।

চাকদহে বিজেপি প্রার্থী বঙ্কিম ঘোষ 2380 ভোটে এগিয়ে।

পঞ্চম রাউন্ডে চাকদহ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী 4400 ভোটে এগিয়ে।

পঞ্চম রাউন্ডে হরিণঘাটা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী 11000 ভোটে এগিয়ে।

হরিণঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কবিয়াল অসীম সরকার 8000 ভোটে এগিয়ে।

পঞ্চম রাউন্ডের শেষে নবদ্বীপ কেন্দ্রের তৃণমূল প্রার্থী পুন্ডরীকাক্ষ সাহা 6620 ভোটে এগিয়ে।

নীলিমা নাগ 5504 ভোটে এগিয়ে।

সপ্তম রাউন্ডের শেষে কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল-বিজেপি দুজনেই সমান সমান।

অসীম সরকার 10,946 ভোটে এগিয়ে।

দশম রাউন্ড শেষে তেহট্ট বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ১৭৭৫৫ ভোট এগিয়ে।

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
June 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30