নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ গত বিধানসভা ভোটে একটিও আসন না পাওয়া সিপিএম পুরসভা ভোটে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখল। চারিদিকে ফুটে থাকা ঘাসফুলের মধ্যেও নদীয়ার তাহেরপুরে বামেদের অস্তিত্ব থেকে গেল। কার্যত, ১০৮ টি পুরসভার ভোটে এই একটি মাত্র পুরসভাতেই বামেরা নিজেদের অস্তিত্ব বজায় রাখল।
নদীয়ার তাহেরপুর পুরসভার মোট ১৩ টি ওয়ার্ড আছে। যার মধ্যে ৮ টিতে সিপিএম জয়ী হয়েছে। আর বাকি ৫ টিতে তৃণমূল জয়ী হয়েছে। তবে গত পুরসভা নির্বাচনেও এই পুরসভা বামেদের দখলে ছিল। তখন ৭ টি আসন পেয়েছিল। ৬ টি আসন তৃণমূল পেয়েছিল। সেদিক দিয়ে দেখতে গেলে সিপিএমের একটি আসন সংখ্যা বেড়েছে। ও তৃণমূলের একটি আসন সংখ্যা কমে গেছে।
Sponsored Ads
Display Your Ads Here২০১৯ সালের লোকসভা ভোটে বামেদের শক্ত ঘাঁটি তাহেরপুরের ছবি একেবারে পাল্টে গেলেও পুরসভার নিরবাচনে ফের বামেরা কামব্যাক করে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রেখেছে।
ফল ঘোষণার পর তাহেরপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা সিপিএম নেতা রঞ্জন রায় জানান, ‘‘সার্বিক ভাবে বিকল্প নীতির জয় হয়েছে।’’ তাহেরপুর এরিয়া কমিটির সম্পাদক সুপ্রতিম বিশ্বাস বলেন, ‘‘এটা দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স। নাগরিক পরিষেবায় ১০০ শতাংশ দেওয়ার ফল। সর্বোপরি এটা তৃণমূল এবং বিজেপির বিভেদকামী রাজনীতির বিরুদ্ধে মানুষের সার্বিক জয়।’’
Sponsored Ads
Display Your Ads Here