চয়ন রায়ঃ কলকাতাঃ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভা থেকে সাসপেন্ড হয়েও বিধানসভার বাইরে আম্বেদকরের মূর্তির পাদদেশে বসে নিজের কার্যালয় সামলালেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে এও জানান যে, ‘‘আমাকে যে নোটিশ দেওয়া হয়েছে সেখানে লেখা আছে যে আমার ব্যক্তিগত কক্ষেও ঢুকতে পারব না। তাই যিনি সংবিধান বানিয়েছেন আমি তাঁর মূর্তির তলায় বসেই কাজ সামলাব।’’
প্রসঙ্গত উল্লেখ্য যে, ২৮ শে মার্চ পশ্চিমবঙ্গ বিধানসভায় বাজেট অধিবেশনের শেষ দিনে বিজেপি ও তৃণমূল বিধায়কেরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। আর এই ঘটনার জেরেই শুভেন্দু অধিকারী সহ পাঁচ জন বিরোধী বিধায়ককে বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়।
এর আগেও বাজেট অধিবেশনে রাজ্যপালের বক্তৃতার দিন বিধায়ক মিহির গোস্বামী এবং সুদীপ মুখোপাধ্যায় বিক্ষোভ দেখিয়ে সাসপেন্ড হন। এদিকে যেহেতু আগামীকাল শুভেন্দু অধিকারীর হাঁসখালি যাওয়ার কথা তাই আজ বিকেলবেলা শুভেন্দু অধিকারী সম্ভবত হাঁসখালি ধর্ষণ কাণ্ড নিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সাথে কথা বলার জন্য দেখাও করতে যান।