নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ আজ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে মুর্শিদাবাদের বেলডাঙা যাওয়ার পথে পুলিশ বাধা দিতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। আর সুকান্ত মজুমদারও রাস্তাতে বসে পড়লেন। পুলিশের দাবী, “সুকান্ত মজুমদার ওই এলাকায় গেলে নতুন করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে।”
এদিন রাজ্য বিজেপির তরফে বেলডাঙায় বিশেষ কর্মসূচী ছিল। সুকান্ত মজুমদারেরও যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি নির্ধারিত সময় সেখানে যাওয়ার জন্য বের হলেও পুলিশ সুকান্ত মজুমদারকে রাস্তায় আটকে দেয়। এরপর বিজেপি নেতারা পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। এদিকে, তিনি আসার আগেই পুলিশ ওই এলাকায় ব্যারিকেড নিয়ে প্রস্তুত ছিল। ফলে সুকান্ত মজুমদারের কনভয় ওই এলাকায় আসতেই পুলিশ বাধাপ্রদান করে।
পুলিশের তরফে বলা হচ্ছে বেলডাঙায় ১৪৪ ধারা জারি থাকায় সুকান্ত মজুমদার সেখানে যেতে পারবেন না। কিন্তু, যে জায়গায় তাঁকে আটকানো হয়েছে সেখান থেকে বেলডাঙার দূরত্ব ৫০ কিলোমিটারেরও বেশী। তাই এখানে আটকানো হলো কেন সেই প্রশ্ন তুলে বিজেপি নেতারা ক্ষোভে ফেটে পড়েন। আর এর মধ্যেই পুলিশ সুকান্ত মজুমদার সহ বেশ কয়েকজন বিজেপি নেতাকে আটক করে।
প্রসঙ্গত, বিগত কয়েকদিন থেকে গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় বেলঙাঙা তপ্ত হয়ে উঠেছে। দীর্ঘ সময় ধরে ইন্টারনেট পরিষেবা একাধিক এলাকায় বন্ধ রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলও যথেষ্ট সরগরম। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য বিজেপি বারবার রাজ্য প্রশাসনকেই কাঠগড়ায় তুলেছে।