নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ বীরভূমের বগটুইয়ে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল বিজেপি সাংসদ অর্জুন সিং, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির বহু বি্ধায়ক বগটুইতে গিয়েছিলেন।
আজ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বগটুইয়ে যান। বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল বগটুই-কাণ্ড নিয়ে এলাকা পরিদর্শনের পর দলের সর্বভারতীয় সভাপতি ও পরবর্তী কালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রিপোর্ট দেবে।
এদিন সুকান্ত মজুমদার জানান, ‘‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করে দেখব কি হয়েছে। আমাদের প্রতিনিধিদের মধ্যে যারা আছেন তারা প্রত্যেকেই প্রাক্তন উচ্চপদস্থ পুলিশ কর্তা। এরপর আমরা রিপোর্ট তৈরী করে সর্বভারতীয় সভাপতি এবং দলগত ভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাব।’’
বিজেপির ওই প্রতিনিধি দলে সুকান্ত মজুমদার ছাড়াও রাজ্যসভার সাংসদ তথা উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি ব্রজলাল, সাংসদ তথা মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার সত্যপাল সিংহ, রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন আইপিএস কেসি রামমূর্তি এবং প্রাক্তন আইপিএস ভারতী ঘোষও রয়েছেন।