নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ আচমকা দুপুর ৩ টে ৪২ নাগাদ শিলিগুড়ি, বালুরঘাট, কোচবিহার, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় প্রবল ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূকম্পনের তীব্রতা ৫.৬।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্য অনুযায়ী, ভূকম্পনের উৎপত্তিস্থল মিজোরামের চম্পাই থেকে ৫৮ কিলোমাটির দক্ষিণ-পূর্বে। গভীরতা ভূপৃষ্ঠ থেকে ৬০ কিলোমিটার গভীরে। যদিও এখনো পর্যন্ত এই ভূক্মপনে হতাহত অথবা কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, বেশ কিছুদিন আগেই শিলিগুড়িতে ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ওই ভূকম্পনের মাত্রা ছিল ৪.৩। ভূমিকম্পের উৎপত্তিস্থল থিম্পু থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। গভীরতা ভূপৃষ্ঠ থেকে ৬ কিলোমিটার।